দান

তোষাদ রায়হান | শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০৯ পূর্বাহ্ণ

শত শত ক্যামেরায় সামনে যখন

গরিবদের করা হয় দান

ভেবে দেখে, এভাবেই করছি আমরা

তাদের পরোক্ষ অপমান।

এক পুঁটলি জিনিস দিয়ে

বনে যায় মস্ত দানবীর

ফেসবুকে পোস্ট করে সেই ছবি

সমাজে হাঁটি উঁচু করে শির।

ভাইরাল হতে আজকাল দেখি

অনেকেই করে লোক দেখানো দান

সহযোগিতার নামে ফলোয়ার বাড়াই তারা

কমিয়ে দেয় গরিবের মানসম্মান।

গোপনে ফোটাও মানুষের হাসি

প্রকাশ্য দিবালোকে নয়

গোপনেই করো দান সদকা

এতেই আল্লাহ খুশি হয়।

পূর্ববর্তী নিবন্ধস্যুলি প্রুদোম : সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী
পরবর্তী নিবন্ধআইন শৃঙ্খলা অবনতি প্রসঙ্গে