সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ইংলিশ লিটারেরি ক্লাবের উদ্যোগে লাইভ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বুধবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ.এফ এম মোদাচ্ছের আলী, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. শওকতুল মেহের প্রমুখ।
প্রধান অতিথি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধাকে শাণিত করে। ইংলিশ লিটারেরি ক্লাবের বিভিন্ন কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। আশাকরি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষতায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। পরে শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।