পবিত্র মাহে রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (দ.) কে স্বাগত জানিয়ে জশনে জুলুছ করেছে উপজেলা দক্ষিণ গাউসিয়া কমিটি। গতকাল বৃহস্পতিবার উপজেলার দক্ষিণাংশের কাপ্তাই সড়কের ব্রাহ্মণহাট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নোয়াপাড়া পথেরহাট হয়ে তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি রাউজান দক্ষিনের সভাপতি আবু বক্কর সওদাগর। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সাবেক সভাপতি আহমেদ সৈয়দ, অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, হাবিবুল ইসলাম চৌধুরী, আজিজুল হক, কামাল উদ্দিন, অধ্যক্ষ আবু মোস্তাক আলকাদেরী, অধ্যক্ষ সৈয়দ শওকত হোসাইন, মুহাম্মদ জাহেদুল হক, শফিউল আজম কোম্পানি, মফিজুল হক, হাফেজ আজিজ উদ্দিন, ফিরোজুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন মুহাম্মদ মফিজল আলম শাহ, মুহাম্মদ ইউনুস আলম,সৈয়দ এরশাদ মুন্না, আবদুর রহমান সোহেল, সৈয়দ মুহাম্মদ সাহেদ,মুহাম্মদ তসলিম উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, মুহাম্মদ যুবাইদুল ইসলাম রাকিব প্রমুখ।