বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় ত্রাণ টিম ফেনী, কুমিল্লা ও লাকসামে বানভাসি হাজারো অসহায় মানুষের মাঝে দিনভর ত্রাণ বিতরণ করেছে। গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম. সোলায়মান ফরিদ এবং প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্সহ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ কুমিল্লার বিভিন্ন এলাকায় বানভাসিদের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলুসহ নানা শুকনো খাবার বিতরণ করেন। নেতৃবৃন্দ ফেনী জেলার মহিপাল, ছাগলনাইয়া দাঞনভূইয়্যা কুমিল্লা জেলার লাকসাম উপজেলার আবেদনগর, মনোহরগঞ্জ উপজেলার রাজাপুর, নয়াগাঁও, বড়োকেশতলায় ত্রাণ বিতরণ করেন। এ সময় ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, মীরসরাই এবং ফেনী কুমিল্লায় লাখ লাখ মানুষ বন্যায় সব কিছু হারিয়ে আজ নিঃস্ব হয়ে পড়েছে। হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ত্রাণ বিতরণকালে ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব মাসুম বিল্লাহ মিয়াজী, অধ্যাপক নুরুল আলম, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ আমান উল্লাহ আমান, এটিএম রেজাউল মোস্তফা, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, ফেনীর জেলার সভাপতি মাওলানা নুরুন্নবী রহমানী, নুরুল ইসলাম যুক্তিবাদী, নুরুল ইসলাম জিহাদী, নিযাম উদ্দিন রাশেদ, মাওলানা এম আবদুল মান্নান, মাওলানা আমিনুর ইসলাম আকবরী, তাবারুক হোসেন, কবির হোসেন কলি, আলা উদ্দীন, আবু সাহেল বাঁধন, মুহাম্মদ আদিব।