রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের উদ্যোগে ও সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় এই মহড়া শেষে ড্যানিশ রেড ক্রসের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ব্যাগ, স্ট্রেচার, ফায়ার এক্সটিংগুইসার প্রদান করা হয়। ডিআরআর প্রজেক্ট অফিসার গাজী মোহাম্মদ ইফতেখার হোসেন ইমুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কাউছার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরি পর্ষদ সদস্য তৌফিক আজম, জাতীয় সদর দপ্তরের ডিআরআর অফিসার মো. মনজুরুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলী, বিদ্যালয়ের রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম তামজীদ, সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের প্রধান মো. রকিবুল ইসলাম, স্বেচ্ছাসেবকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।