আল্লামা শায়খ সৈয়দ মীর আহমদ মুনিরীর চন্দ্রবার্ষিক ওরশ শরীফ উপলক্ষে শাহ মীর মুনিরীয়া যুব সংঘের উদ্যোগে ফটিকছড়ি পৌরসভায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতিবার মীর মুনিরীয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয়। সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। শাহজাদা সৈয়দ আবু ছাদেক মুনিরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মো. রাশেদ করিম, সৈয়দ মুহাম্মদ ইলিয়াস, এস.এম কাজী আবু শোয়াইব, কাজী মুহাম্মদ আতাউল্লাহ, হাফেজ জাকির হোসেন, শাহ আলম, মাওলানা ইয়াহিয়া, মাওলানা ইয়াছিন, হাজী ইউসুফ প্রমুখ।