সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম (উপ–সচিব) বলেছেন, সরকারের কোন ভাতা বন্ধ হবেনা, সরকারের এমন কোন সিদ্ধান্ত হয়নি যে ভাতা বন্ধ হবে। কেউ যদি আপনাদের এমন বলে তাহলে বিশ্বাস করবেন না। বন্যাদুর্গত এলাকার জন্য সরকার কাজ করছে, আপনাদের পক্ষ থেকে কোন প্রস্তাবনা থাকলে আমাদের জানান আমরা তা উর্দ্ধতন কর্মকর্তাদের জানাবো। সবাই মিলে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কাজ করবো ।
তিনি গতকাল বৃহস্পতিবার বন্যাদুর্গতদের মাঝে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় ফ্যামিলি কিটস বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা বিভাগীয় সহকারী পরিচালক মো. ফরিদুল আলম, সহকারী পরিচালক ওয়াহিদুল আলম ও ঊর্বশী দেওয়ান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য, সহকারী সমাজসেবা কর্মকর্তা আমিনুল ইসলাম। অনুষ্ঠানে ১০০টি পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বক্স বিতরণ করা হয়।