অসুস্থ হয়ে মৃত্যু: মায়ানমারের বিজিপি সদস্যকে সর্বোচ্চ মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

মায়ানমার সীমান্তে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের মধ্যে প্রাণ রক্ষার্থে বাংলাদেশে আশ্রয় নেওয়া এক মায়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যের অসুস্থজনিত কারণে মৃত্যু হয়েছে। গত ২৮ জুলাই বাংলাদেশে আশ্রয় নেওয়া এ বিজিপি সদস্যকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। ৩০ বছর বয়সী মৃত বিজিপি সদস্যের নাম পুলিশ ল্যান্স করপোরাল ক্য নান্দা।

তিনি গত ৩ অগাস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃতদেহে সুরতহাল রিপোর্টে সেপটিক শক ডিউ টু চোরনিক লিভার ডিসেস এন্ড এলকোহলিক ক্রাইসিস রোগকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সূত্রে জানা যায়, মৃত বিজিপি সদস্যকে সর্বোচ্চ মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মায়ানমার দূতাবাসের প্রতিনিধির উপস্থিতিতে রামু শ্মশানে তার দাহ করা হয়। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবসময় প্রস্তুত এবং ভবিষ্যতেও যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে সদা প্রস্তুত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা মুহাম্মদ আব্দুল হামিদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসরকারি অফিসে প্লাস্টিকের বিকল্প ব্যবহারের নির্দেশনা