সিএসইতে লেনদেন ৭.৮৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৭.৮৫ কোটি টাকা। ২,৬৮৪ টি লেনদেনের মাধ্যমে মোট ২৮.৬৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৯.৫১ পয়েন্ট কমেছে, যা হলো ১৬,৩৭৮.৭৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৯৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,২০৭.৯০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.১৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৩৯.২১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২৭.৭৪ পয়েন্ট কমেছে, যা হলো ২,৫৯১.১৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭২৩,২৪২.৬৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৫,৫২৯.৩৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৪ টির, দাম কমেছে ১২৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫ টির।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল আলীমের ৫০০ গানের অর্ধেকই নেই সংরক্ষণে
পরবর্তী নিবন্ধমিউনিখে ইসরায়েলি কনস্যুলেটের কাছে পুলিশের গুলিতে নিহত