উচ্চাশা

রিমঝিম আহমেদ | শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:২৩ পূর্বাহ্ণ

মনগড়া হয়ে গেলে ভাবি, এবার শহর বনগড়া হোক

আরেকটু সবুজবীথি, আলুথালু ছায়া, বনের রহস্যসিঁথি

ছকহীন বয়ে যাক আরও কিছু হাঁটতে শেখা নদী

এখানে নারীরা জল, পুরুষ উত্তাল ঢেউ

প্রাচীন ঘোড়ার খুরে লেগে আছে ধুলার শরম

মেঘের ফ্রকে আগুন লেগে বৃষ্টি হোক, ফুলবৃষ্টি

উচাটন দুঃখ লেগে পাতারাও বিলাপ করুক

নিগূঢ় পাখিরা মানুষের সাথে গল্প করে রেখে যাক

মায়াবি পালক। বাতাস গাছেদের সতিন, আড়চোখ

সন্দেহবাতিক। নদী ও নদে প্রেম, মগ্নদশা।

ই হোক এই হোক!

পূর্ববর্তী নিবন্ধভুতুড়ে
পরবর্তী নিবন্ধপাখিতন