১৪৭৫ ইতালীয় স্থপতি সেবাস্তিয়ানো সেরলিও–র জন্ম।
১৫৬৬ তুরস্কের সুলতান প্রথম সুলায়মানের মৃত্যু।
১৬৫৭ মোগল সম্রাট শাহজাহান আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।
১৬৬৬ লন্ডনের মহা অগ্নিকাণ্ডের অবসান ঘটে।
১৭১৯ ইতালীয় চিত্রশিল্পী কার্লো চিনাঁরি–র মৃত্যু।
১৭৬৬ রসায়নবিদ ও পদার্থবিদ জন ডাল্টন–এর জন্ম।
১৭৭৮ অবিভক্ত বাংলা তথা ভারতের প্রথম ছাপাখানা স্থাপিত হয় হুগলিতে।
১৭৮১ অস্ট্রীয় সংগীতস্রষ্টা আন্টন ডিয়াবেল্লি–র জন্য।
১৮৬০ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী (১৯৩১) মার্কিন সমাজসেবিকা জেনি অ্যাড্যাম্স্–এর জন্ম।
১৮৭২ জার্মান ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত কার্ল ভোসলের–এর জন্ম।
১৮৭৬ নোবেলজয়ী (১৯২৩) স্কটিশ জীববিজ্ঞানী জেমস ম্যাকলিয়ড–এর জন্ম।
১৮৭৯ লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন এক্সচেঞ্জ স্থাপিত হয়।
১৮৮০ ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয়।
১৮৯২ নোবেলজয়ী (১৯৪৭) ব্রিটিশ পদার্থবিদ ভিক্টর অ্যা পল্টন–এর জন্ম।
১৯০১ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ম্যাক কিনলে নিহত হন।
১৯০৬ নোবেলজয়ী (১৯৭০) আর্জেন্টিনীয় ফরাসি রসায়নবিদ লুই লেলয়ের–এর জন্ম।
১৯১৮ শিল্পী জগন্ময় মিত্রের জন্ম।
১৯৪০ রুমানিয়ায় রাজা দ্বিতীয় ক্যারল পুত্র মিকায়েল–এর জন্য সিংহাসন ত্যাগ করেন।
১৯৫৪ ৮টি দেশের প্রতিনিধিবর্গ ম্যানিলায় ‘সিয়াটো’ (সাউথ ইস্ট এশিয়া ট্রিটি) অর্গানাইজেশন) চুক্তি স্বাক্ষর করেন।
১৯৬৫ ভারত–পাকিস্তান পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়ে।
১৯৬৬ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন সমাজসেবিকা মার্গারেট স্যাঙ্গার–এর মৃত্যু।
১৯৬৮ সাবেক ব্রিটিশ আশ্রিত রাজ্য সোয়াজিল্যান্ড স্বাধীনতা লাভ করে।
১৯৭২ বিশিষ্ট সুরসম্রাট ও প্রখ্যাত সেতার বাদক ওস্তাদ আলাউদ্দিন খাঁ–র মৃত্যু।
১৯৭৫ তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজার লোকের মৃত্যু হয়।
১৯৮১ বেলিজ স্বাধীনতা ঘোষণা করে।
১৯৮৯ ঢাকা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ ইব্রাহিম–এর মৃত্যু।
১৯৯৩ পি. এল. ও. ইসরাইলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
১৯৯৩ চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৯৫ ফ্রান্স সুরোবোয়াতে একটি পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
১৯৯৬ ইরাকে যুক্তরাষ্ট্রের প্রচণ্ড ক্ষেপণাস্ত্র আক্রমণ।
১৯৯৭ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রিন্সেস ডায়ানাকে সমাহিত করা হয়।