উখিয়ায় অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:১৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া থেকে অস্ত্র ও গুলিসহ মো. ওসমান নামের এক রোহিঙ্গা কিশোর সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক মো. ওসমান উখিয়া বালুখালী ৮ নম্বর ক্যাম্পের ডব্লিউ, ব্লক-এ/৫৪ এর বাসিন্দা আব্দুস সালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রোহিঙ্গা কিশোর সন্ত্রাসী মো. ওসমানকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে দেশীয় তৈরী ১টি এলজি ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওসমান জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক। সে উখিয়া সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ অস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করতো। এছাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক ও আধিপত্য বিস্তারকেন্দ্রিক বিভিন্ন অপরাধ কর্মকান্ডে সে জড়িত ছিল।

উদ্ধার অস্ত্র-গুলিসহ আটক সন্ত্রাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্লাস্টিকের ব্যাগে মিলল ১ লাখ ২০ হাজার ইয়াবা
পরবর্তী নিবন্ধএস আলমের গাড়ি কাণ্ড : বিএনপি নেতা মঞ্জুরুল চট্টগ্রাম বিমানবন্দরে আটক