বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হসপিটালের আইসিইউ‘তে চিকিৎসাধীন। তার ছেলে বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আজাদীকে তা নিশ্চিত করেছেন।
জানা গেছে, মীর নাছির তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে গত ১ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালের এইচডিইউ ও পরে সিসিইউতে ভর্তি হন। গতকাল বুধবার সকালে তাঁর অবস্থার উন্নতি হলে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু বিকেলে তাঁর অবস্থার পুনরায় অবনতি হলে তাঁকে দ্রুত আইসিইউ‘তে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি উচ্চতর বিশেষজ্ঞ চিকিৎসক টিম তাঁকে চিকিৎসা সেবা দিচ্ছেন। এদিকে মীর নাছিরের পরিবারের সদস্যরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য চট্টগ্রামসহ দেশবাসীর দোয়া কামনা করছেন।