হত্যা মামলায় এবার আসামি আইভী

ছাত্র আন্দোলন

| বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:২৫ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে পোশাক শ্রমিক নিহতের ঘটনায় করা হত্যা মামলায় এবার আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। এই আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় এর আগে নারায়ণগঞ্জে দুই ডজনেরও বেশি মামলা হলেও প্রথমবারের কোনো মামলায় আইভীকে আসামি করা হয়েছে। নিহত পোশাক শ্রমিক মিনারুল ইসলামের ভাই নাজমুল হক গত মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি আবু বক্কর সিদ্দিক। খবর বিডিনিউজের।

ওসি জানান, মামলায় প্রধান আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। এছাড়া সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ ১৩২ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করে আরও ২০০৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে বিএনপি জোট সরকারের আমলে প্রথম নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে শামীম ওসমানকে লক্ষাধিক ভোটে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের মাঝে প্রয়াসের আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধকলাউজান বাসন্তী-সুবল স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ