নাগরিক টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান একে আজাদের পিতা আবদুল মান্নান গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর আগ্রাবাদ ছোটপুলস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুল মান্নান চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের অর্থ সম্পাদক এবং বন্দর ডক সিবিএর অফিস সেক্রেটারি ছিলেন। গতকাল বুধবার বাদ জোহর ছোটপুলস্থ শেখ দেওয়ান আলী সওদাগর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।












