উত্তর আগ্রাবাদ রমনা আবাসিক এলাকা নিবাসী বাংলাদেশ ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ গত শনিবার রাত ৮টায় নগরীর মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ মেয়ে নাতি–নাতনিসহ অসংখ্য আত্নীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গত রোববার সকাল ১১টায় রমনা আবাসিক এলাকায় জানাজা শেষে রমনা আবাসিক এলাকা সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে রমনা আবাসিক এলাকা কল্যাণ সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মো. কেফায়েতউল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরউদ্দিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












