চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় আনসার ব্যাটেলিয়ন ও পুলিশের পাশাপাশি এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা গত মঙ্গলবার দিবাগত রাত থেকে হাসপাতালে দায়িত্ব পালন করছেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আজাদীকে বলেন, সমপ্রতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপরে হামলার ঘটনায় আমাদের হাসপাতালেও চিকিৎকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই আমরা হাসপাতালে বিজিবি মোতায়েনের জন্য আবেদন করেছিলাম, আমাদের আবেদনের প্রেক্ষিতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর বাইরে তিন শিফটে ১২ জন অস্ত্রধারী আনসার ব্যাটেলিয়ন দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশও দায়িত্বে থাকবে।