বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ

| বুধবার , ৪ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:১৬ অপরাহ্ণ

দেশে স্মরণকালের ভয়াবহ বন্যা ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চকবাজার ওয়ার্ডের বেশকিছু জায়গায় রান্না করা খাবার কিতরণ করা হয়েছে। রবিবার (১ আগস্ট) চট্টগ্রাম চকবাজার থানা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপুর ব্যবস্থাপনায় হতদরিদ্র প্রায় ৩০০ মানুষের এ রান্না করা এ খাবার বিতরণ করা হয়েছে। এসময় নুরুল আলম শিপু বলেন, দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় যে ক্ষতি হয়েছে তা অকল্পনীয়। তার সাথে ফ্যাসিস্ট সরকারের কাজকর্মে দেশের মানুষ আজ অনেকটা দিশেহারা। দেশের এই ক্রান্তিলগ্নে আপামর জনসাধারণের উচিৎ নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলা করা কোন বিষয় নয়। ইতোমধ্যে ফেনী, নোয়াখালী ও ফটিকছড়িতেও চলমান ত্রাণ দেয়া হচ্ছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। রান্না করা এ খাবার বিতরণে উপস্থিত ছিলেন আলম, ফারুক, জয়নাল, কামাল, জামাল, তারেক, লিটন রানা, নেজাম, নুরুল হাসান টিপু, জিকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার : হাটহাজারী, ফটিকছড়ি, ভুজপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের মাঝে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ ও ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণকালে গাউছে জামান পীরে তরিকত্ব আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরীর (রহ.) প্রতিষ্ঠিত কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ ও ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফের বর্তমান পীর আল্লামা কাদেরী শাহ্‌ পীরে তরিকত্ব শাহজাদা অধ্যক্ষ আবুল ফছিহ মুহাম্মদ আলাউদ্দিন (মা.জি..) বলেন, দুর্দশাগস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ১০ বছর ইত্বেকাফের চেয়েও উত্তম। হাদিস শরীফের এই বাণীর অনুসরণে বন্যায় অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। সাথে সাথে তিনি সমগ্র মুসলিম মিল্লাত সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান। এবং বন্যায় যাঁরা শাহাদাত বরণ করেছেন তাদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ক্ষতিগ্রস্তদের মাঝে আমাদের ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফের পক্ষ থেকে আগামীতে পুনর্বাসনের জন্য যথাসাধ্য চেষ্টা অব্যাহত থাকবে এতে আমাদের ভক্ত অনুরক্তদের আহ্বান জানাচ্ছি এই কর্মকান্ডে আমাদের ত্রাণ তহবিলে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন শাহ আলম, ফজলুল হক চৌধুরী, নুরুল ইসলাম, ওসমান গণি, নুরুল আবছার সহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

কপোত খেলাঘর আসর : জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের অন্যতম শাখা আসর আগ্রাবাদস্থ কপোত খেলাঘর আসরের উদ্যোগে আসরের সভাপতি ফরিদ আহমেদ বাবুর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহ্‌ফুজা জেরিন এবং স্থানীয় বাসিন্দা আব্দুল হাই জাহাঙ্গীরের নিকট মীরসরাই উপজেলায় বন্যাদুর্গত এলাকার একশত পরিবারের বিতরণের জন্য খাদ্য সামগ্রী ও ওষুধপত্র হস্তান্তর করেন। এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কপোত খেলাঘর আসরের কার্যকরী কমিটির সহসভাপতি মোঃ রেজাউল করিম ভুট্টো, শেখ ফয়জুর রব (মুন্না), সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, সদস্য মোঃ রফিকুল ইসলাম, শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক আবির হোসেন সহ আসরের ভাইবোন।

হারুয়ালাছড়ি ইউনিয়ন বিএনপি: ফটিকছড়ি উপজেলার হারুয়ালাছড়ি ইউনিয়ন বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচি গত ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি গোলাম আকবর খোন্দকার। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে আওয়ামী লীগের দোসরদের যেন কোনভাবেই দলে জায়গা দেওয়া না হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট ঘোষণাযারা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে এবং নানা সুযোগসুবিধা ভোগ করে এখন বিএনপিতে আসতে চাচ্ছে তারা যেন কোনোভাবেই দলে জায়গা না পায়। এ সময় উপস্থিত ছিলেন হারুয়াছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ।

আবাম ফাউন্ডেশন : মানবকল্যাণমূলক সংস্থা আবাম ফাউন্ডেশনের উদ্যোগে সামপ্রতিক বন্যায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে গত ২২ আগস্ট থেকে নানা ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বন্যা কবলিত ফেনী, ফটিকছড়ি, মিরসরাই ও লক্ষীপুর এলাকায় বন্যার্তদের মাঝে প্রায় ৪০০০ জনের জন্য রান্না করা খাবার ও ৬০০ জনের জন্য শুকনো খাবার বিতরণ করা হয়। তাছাড়া গত ১ সেপ্টেম্বর মিরসরাই জোরারগঞ্জ বৃন্দাবনপুরের মরগাং সিএনজি স্টেশনে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়। এতে সহযোগিতা প্রদান করে ইলেক্টিভা ফাউন্ডেশন ও আবাম ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মো. শামসুল আলম খান মুরাদ, সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, আকন্দ হাসান মাহমুদ, মোসাদ্দেকুর রহমান ফয়সাল, আহসান হাবীব, আব্দুল মালেক, হাফেজ ইব্রাহিম, মো. ইকবাল হোসাইন চৌধুরী,মোহাম্মদ আরিফ, ইউপি সদস্য মোহাম্মদ মোতালেব প্রমুখ। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. নুরজাহান বেগম, ডা. মোহাম্মাদ ইসমাইল, ডা. আর্য্যরাজ দত্ত, ডা. ইফতেখারুল আলম ও ডা. লিমা আক্তার।

গুজরা যুব কল্যাণ ফাউন্ডেশন : রাউজান প্রতিনিধি জানান,রাউজান উপজেলার গুজরা যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহমদ। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আহবায়ক আমির আলী। উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আবদুল্লাহ আল আনিছুর জামান, উপজেলা বিএনপি নেতা কাজী সরোয়ার খান মনজু, জানে আলম সিকদার, আতিকুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলাম, কাজী আবু বকর ছিদ্দিক চৌধুরী, আজম আলী, জাগীর হোসেন, আজম কোম্পানি, তৌফিক আহম্মদ সিকদার, নুরু ছাপা প্রমুখ।

ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক মোহাম্মদ এসকান্দর হোসাইনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাহববুল আলম, মোবারক আলী, আবদুল করিম, হাসান ছিদ্দিকী খোকন, গোলাম ফারুক, মোহাম্মদ আবু বক্কর, মোহাম্মদ সালাউদ্দিন, মো. জসিম উদ্দিন, হাশেম আলী, মাহফুজ কোম্পানি, বেলাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধগণতন্ত্রের যাত্রাপথের মুক্তিকে সমুন্নত রাখতে হবে