এই মুহূর্তে বানভাসিদের
পাশে আমরা দাঁড়াই,
তাদের বেঁচে থাকার জন্য
হাত দুখানা বাড়াই।
বানের জলে বানভাসিদের
বিপদ–সীমা নেই,
নিজ সামর্থ্য অনুযায়ী
ত্রাণসামগ্রী দেই।
অথই জলে বানভাসিদের
কষ্ট হচ্ছে খুব,
তাইতো তাদের রক্ষা করতে
থাকবো না কেউ চুপ।
মানুষ যে মানুষের জন্য
আমরা সদা বুঝি,
বানভাসিদের জীবন রক্ষায়
ব্যয় করবো পুঁজি।
বানের পরে সাহায্যের কাজ
রাখবো অব্যাহত,
বানভাসিদের সংসার যাতে
হয় আগের মতো।