পূর্ব-ইউক্রেনের লড়াইয়ে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে রাশিয়া : পুতিন

| মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে দীর্ঘদিনের লড়াইয়ে যতটুকু অগ্রসর হতে পেরেছে, এখন তার চেয়েও বেশি দ্রুতগতিতে আগাচ্ছে। প্রতিদিন সেখানে কয়েক বর্গকিলোমিটার এলাকা দখল করে নিচ্ছে তারা। খবর বিডিনিউজের।

রুশ বাহিনী ইউক্রেনের প্রধান প্রতিরক্ষা রেখা ভেদ করার চেষ্টা চালানোর মধ্যে সোমবার পুতিন একথা জানালেন। ইউক্রেনের ১৮ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ রয়েছে রুশ বাহিনীর হাতে। ২০২৩ সালে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের লড়াইয়ে ব্যর্থ হওয়ার পর রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের লড়াইয়ে অগ্রসর হয়। গত ৬ অগাস্ট ইউক্রেনের সেনারা রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ঢুকে পড়ে লড়াইয়ে অগ্রসর হতে থাকার পর রাশিয়ার সেনাবাহিনী সমপ্রতি কয়েক সপ্তাহ ধরে পূর্ব ইউক্রেনে হামলা বাড়িয়েছে।

সেই হামলার প্রসঙ্গে মস্কোর প্রায় ৪ হাজার ৫০০ কিলোমিটার দূরের তুভায় একটি সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্যে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, আমরা ডনবাস অঞ্চলে দীর্ঘদিন এমন গতিতে অগ্রসর হইনি। এখন আমরা আর ২০০৩০০ মিটার অগ্রসর হওয়ার কথা বলছি নারাশিয়ার সশস্ত্র বাহিনী এখন ২০০৩০০ মিটার নয়, বরং কয়েক বর্গকিলোমিটার এলাকা এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসছে।

রুশপন্থি সামরিক ব্লগাররা জানিয়েছে, রুশ বাহিনী বর্তমানে পূর্ব ইউক্রেনের সেলিডোভে ও ইউক্রেইনস্ক শহরে লড়াই করছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে রুশ বাহিনীর দ্রুত অগ্রসর হওয়ার দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

রুশপন্থি সামরিক বিশ্লেষক ইউরি পোদোলিয়াকা বলেছেন, সেলিডোভে ও ইউক্রেনস্ক শহরে তুমুল লড়াই চলছে। রুশ ও ইউক্রেনীয় বাহিনী দুইই সেখানে শক্তি বাড়াচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপৃথিবী ঘিরে অদৃশ্য বিদ্যুৎ ক্ষেত্রের সন্ধান পাওয়ার দাবি নাসার
পরবর্তী নিবন্ধগ্রেপ্তারের পর জিম্মা জামিনে মুক্ত আনোয়ার হোসেন মঞ্জু