মানুষের মত মারমোসেট বানরও একে অন্যকে নাম ধরে ডাকে : গবেষণা

| মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:১০ পূর্বাহ্ণ

এতোদিন শুধু মানুষ নিজেদের স্বতন্ত্র নামে আলাদা করে ডাকে বলে শোনা যেতো। এরপর গবেষণায় উঠে এসেছে মানুষ ছাড়া বিশেষ ক্ষমতাটি আছে শুধু বোতলনাক ডলফিন এবং আফ্রিকান হাতিদের। সমপ্রতি তালিকায় যুক্ত হতে চলেছে নতুন আরেক প্রজাতির প্রাণী। বৃহস্পতিবার সায়েন্স সাময়িকীতে প্রকাশিত একটি নতুন গবেষণা বলছে, মারমোসেট বানরদেরও ওই দলে যোগ দেওয়ার সক্ষমতা রয়েছে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় চমকপ্রদক তথ্যটি উঠে এসেছে যে মারমোসেট বানরেরা নিজেদেরকে আলাদা আলাদা নামে চিহ্নিত করতে পারে। খবর বিডিনিউজের।

গবেষণায় দেখা গেছে, মারমোসেট প্রজাতির পিগমি বানরেরা একে অপরকে ডাকতে তীক্ষ্ণ কণ্ঠে নির্দিষ্ট স্বর মাত্রা ব্যবহার করে। আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে গবেষণা দলের জ্যেষ্ঠ লেখক ডেভিড ওমার বলেন,আমরা সামাজিক আচরণের বিষয়ে খুব আগ্রহী, কারণ আমরা মনে করি সামাজিক আচরণের কারণেই মূলত মানুষকে অন্যান্য প্রাণীর তুলনায় বিশেষ মনে করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.১৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধভয়াবহ খরা : খাবার জোগাতে কয়েকশ প্রাণী নিধন করবে নামিবিয়া