স্বেচ্ছাসেবক দল নেতা আলী মর্তুজা খানকে বহিষ্কার

ফলমণ্ডিতে হামলা-লুটের অভিযোগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:১৪ পূর্বাহ্ণ

ফলমণ্ডিতে লুটপাট ও হামলার অভিযোগ ওঠার পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খানকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আবদুল্লাহ আলমামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু আজাদীকে বলেন, তাকে (আলী মর্তুজা খান) বহিষ্কারের বিষয়টি কেন্দ্র থেকে আমাদের অবগত করা হয়েছে।

এদিকে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আলী মর্তুজা খানকে বহিষ্কার করা হয়েছে উল্লেখ করে বলা হয়, দলের নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হল। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

জানা গেছে, গত ২৩ আগস্ট চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের দপ্তর ও পাঠাগার সম্পাদক আবুল কাশেম চৌধুরী দাবি করেন, সরকার পতনের সাথে সাথে আলী মর্তুজা খানের নেতৃত্বে ২০২৫ জনের সন্ত্রাসী দল তাদের দোকানে হামলা চালিয়েছে। এ ঘটনার জের ধরে আলী মর্তুজা খানকে বহিষ্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা গেছে। অবশ্য ২৫ আগস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল আলম দাবি করেন, হামলায় আলী মর্তুজা দায়ী নন।.

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি যাওয়ার সময় রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধওয়ান ব্যাংকের পরিচালক পদ থেকে সাঈদ হোসাইনকে অপসারণের নির্দেশ আদালতের