চট্টগ্রামের ১২ থানার ওসি প্রত্যাহার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার ১৭ থানার মধ্যে ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে জেলার ১২ থানার ওসিকে প্রত্যাহার করা হয়।

মিডিয়া সেল জেলা পুলিশ চট্টগ্রাম সূত্র জানায়, প্রত্যাহার হওয়া ওসিরা হলেনফটিকছড়ি থানার ওসি মীর মো. নুরুল হুদা, হাটহাজারীর ওসি মো. মনিরুজ্জামান, রাউজান থানার ওসি জাহিদ হাসান, আনোয়ারার ওসি মোল্লা জাকির হোসেন, পটিয়ার ওসি জসীম উদ্দিন, চন্দনাইশের ওসি ওবায়দুল ইসলাম, সাতকানিয়ার ওসি মিজানুর রহমান, ভূজপুরের ওসি মো. কামরুজ্জামান, বোয়ালখালীর ওসি মো. আছহাব উদ্দিন, বাঁশখালীর ওসি তোফায়েল আহমেদ, মীরসরাইয়ের ওসি মোহাম্মদ সহিদুল ইসলাম, সন্দ্বীপের ওসি মো. কবির হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম জেলার অতিরিক্ত এক পুলিশ সুপার বলেন, ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

এসব থানায় নতুন ওসি পদায়ন প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন ওসিদের সংশ্লিষ্ট থানায় পদায়ন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে ২ হাজার কোটি টাকার ঋণখেলাপি আটক
পরবর্তী নিবন্ধকাদের ওপর আস্থা রাখছে হাই কমান্ড?