চট্টগ্রাম বিমানবন্দরে ২ হাজার কোটি টাকার ঋণখেলাপি আটক

দুবাই পালানোর চেষ্টা করছিলেন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:০৬ পূর্বাহ্ণ

দুবাই চলে যাওয়ার সময় আনছারুল আলম চৌধুরী (৫৯) নামে এক ঋণখেলাপিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তিনি এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দুই ব্যাংকে তার ঋণের পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকা বলে জানা গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুবাই যাওয়ার জন্য তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ইমিগ্রেশন করার সময় তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে ইমিগ্রেশন পুলিশ নিশ্চিত হয় যে, আনছারুল হকের বিরুদ্ধে ঋণখেলাপীর অভিযোগ রয়েছে। তখন ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। আনছারুল আলম চট্টগ্রামের খাতুনগঞ্জের আনসার ট্রেডিংয়ের স্বত্বাধিকারী। তিনি রাউজান উপজেলার কোয়েপাড়া এলাকার বাসিন্দা মফিজুল আলম চৌধুরীর ছেলে। ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংক থেকে ১,৯৭০ কোটি টাকা ঋণ নিয়েছেন তিনি। পুলিশের একটি সূত্র জানায়, আনছারুল আলম বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমের ঋণ কেলেঙ্কারির

সাথে জড়িত। তিনি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ঘনিষ্ঠ আত্মীয়। তিনি ইসলামী ব্যাংক চাক্তাই শাখার গ্রাহক। এই শাখা থেকে প্রায় ১৬৩০ কোটি টাকা ঋণ নিয়েছেন তিনি। অপরদিকে জনতা ব্যাংকে তার ঋণের পরিমাণ ৩৪০ কোটি টাকা।

নগর পুলিশের বন্দর জোনের উপকমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, সোমবার (গতকাল) সকালে দুবাইগামী ইউএস বাংলার একটি ফ্লাইটযোগে ব্যবসায়ী আনছারুলের দেশত্যাগের কথা ছিল। এর আগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিডিএর নতুন চেয়ারম্যান নুরুল করিম
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ১২ থানার ওসি প্রত্যাহার