চট্টগ্রামের সার্বিক উন্নয়নে নিজের সবটুকু দিয়ে কাজ করব

আজাদীকে সিডিএ চেয়ারম্যান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:০৪ পূর্বাহ্ণ

সিডিএর নয়া চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম দৈনিক আজাদীকে বলেছেন, কারো জন্য ব্যক্তিগতভাবে কিছু করতে না পারলেও চট্টগ্রামের সার্বিক উন্নয়নে নিজের সবটুকু দিয়ে কাজ করবো। তিনি বলেন, সাংবাদিকসহ নগরবাসীর সহায়তা নিয়ে আমি এই নগরীকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।

গতকাল সিডিএর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর দৈনিক আজাদীর সাথে আলাপকালে তিনি আরো বলেন, চট্টগ্রাম মহানগরীর সমস্যাগুলো চিহ্নিত করবো। আমরা সবাই মিলে, সবার সহযোগিতায় সমস্যাগুলো সমাধান করবো। সবাই মিলে চেষ্টা এবং সহযোগিতা করলে কোন সমস্যাই আর সমস্যা থাকবে না। আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে নগরবাসীর স্বার্থে যা যা করা দরকার তা করবো।

ইঞ্জিনিয়ার নুরুল করিম আজ সকালে গণপূর্ত মন্ত্রণালয়ে সিডিএ চেয়ারম্যান হিসেবে যোগদান করবেন। বিকেলে তিনি চট্টগ্রামে ফিরে এসে সদ্য সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করতে পারেন বলে জানা গেছে। ইতোমধ্যে মোহাম্মদ ইউনুস ফেসবুকে নয়া সিডিএ চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন।

বুয়েটের মেধাবী ছাত্র এবং কর্মজীবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিলেন নুরুল করিম। তিনি ইম্পেরিয়াল হাসপাতালের প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তায় থাকবে পুলিশ ও অস্ত্রধারী আনসার
পরবর্তী নিবন্ধসিডিএর নতুন চেয়ারম্যান নুরুল করিম