দীর্ঘ প্রায় ১০ বছর পর বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাঙ্গুনিয়াস্থ প্রথম ‘মাজারে’ পুষ্পস্তবক অর্পণ করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটি। গতকাল ছিল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এদিন সকাল থেকে দলের শত শত নেতাকর্মী ভিড় করতে থাকেন জিয়ার প্রথম মাজারে। তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
নেতাকর্মীরা জানিয়েছেন, গত প্রায় ১০ বছর ধরে তারা দলের প্রতিষ্ঠাতার স্মৃতিবিজড়িত প্রথম মাজারে উপস্থিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারেন নি। মাঝখানে দুয়েকবার যাওয়ার চেষ্টা করলেও রাউজানের বিভিন্ন পয়েন্টে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেন। ঘটে মারধরের ঘটনাও। ফলে রাঙ্গুনিয়ায় না গিয়ে নগরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিগত সময়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন তারা।
এদিকে গতকাল জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণের পাশাপশি নগরে দোয়া মাহফিল করা হয়। এর মধ্যে গতকাল বাদে যোহর তিন পোলের মাথা গোলাম রসুল মার্কেট জামে মসজিদে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনায়েত বাজার ও আলকরণ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। এ কারণেই শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়েও দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। তবে দেশ বর্তমানে ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, বৈষম্য বিরোধী ছাত্র–জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং বন্যাকবলিত এলাকায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গোলাম রসুল মার্কেট জামে মসজিদের খতিব মাওলানা ইয়াহিয়া।
এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন জিয়া, মোহাম্মদ আলী, আবদুল বাতেন, কামরুল কুতুবী, ইউনুছ চৌধুরী হাকিম, মোস্তাফিজুর রহমান বুলু, আবদুর রহমান, আলমগীর আলী, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলি আব্বাস খান, এস এম মফিজ উল্লাহ, হাজি আবুল ফয়েজ, এয়াকুব চৌধুরী নাজিম, আালী মর্তুজা খান, মো. সেলিম, ইদ্রিস আলম, মো. হাসান, আবু মো. মহসিন, দিদারুল আলম, মাহাবুব আলম।
নগর যুবদল : বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়াস্থ দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রথম মজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে মহানগর যুবদল। এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মহাম্মদ সাহেদ। এসময় মোশাররফ হোসেন দীপ্তি বলেন, শহীদ জিয়ার সততা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা, সাহসী মুক্তিযোদ্ধা ও সফল রাষ্ট্রনায়ক ছিলেন। মুহাম্মদ সাহেদ বলেন, জিয়াউর রহমান উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি সামনে রেখেই বিএনপি গঠন করেন।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা ইকবাল হোসেন, নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, আবদুল করিম, মিয়া মো. হারুন, মুজিবুর রহমান, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, হেলাল উদ্দিন, মোশাররফ হোসাইন, হুমায়ুন কবির, মো. এরশাদ হোসেন, তাজুল ইসলাম, দীপঙ্কর ভট্টাচার্য, সেলিম উদ্দিন রাসেল ও তৌহিদুল ইসলাম রাসেল।
নগর স্বেচ্ছাসেবক দল : বিএনপি’র প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে গতকাল সকাল ১১টায় জিয়াউর রহমানের রাঙ্গুনিয়াস্থ প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।
এইচ এম রাশেদ খান বলেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে। বেলায়েত হোসেন বুলু বলেন, যে আদর্শ ও চেতনা নিয়ে শহীদ জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন তা ধারন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান দিদার, শহিদুল্লাহ বাহার, খাইরুল আলম দিপু, এড. সাইদুল ইসলাম, হারুন আল রশীদ, মামুনুর রহমান, হারুনর রশিদ, জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল, এম. আবু বক্কর রাজু প্রমূখ।
চবি ছাত্রদল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল রোববারবিকেল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম–সাধারণ সম্পাদক মুহাম্মদ হিসাম উদ্দিনের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ইমরানুল হক, নুর উদ্দিন, অহিদুর রহমান, ছালামত উল্লাহ, মোহাম্মদ মিছবাহ উদ্দিন, সাইফুল ইসলাম সায়েম, সৈয়দ আল হাসান, ওহিদুর রহমান, মো. সালামত উল্লাহ সালাম, আবু শাহাদাত, মো. আদিল, মো. জহির উদ্দীন, জয়নাল আবেদীন ছোটন, মো. জামাল উদ্দিন, মিজানুর রহমান, মেহেদী হাসান, মুহাম্মদ হারুন অর রশিদ, আব্দুর রহিম, মুহাম্মদ তৈমুর, হাবিবুন্নবী সোহেল, শাহাদাতসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।
বাকলিয়া থানা যুবদল : বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়াস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইয়াকুব খান বাবু, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ খলিল, মোহাম্মদ আজিজ, নাছির, মোহাম্মদ শোয়েব, আরমুন খান, মোহাম্মদ উসমান, মোহাম্মদ বাবু, মোহাম্মদ আমানত, জামাল, শাহীন প্রমুখ। শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মর মাগফেরাত কামনায় ও দেশনেত্রী বেগম খালোদা জিয়ার সুস্থতা কামনায় মুনাজাত করা হয়।
রাঙ্গুনিয়া : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার প্রথম মাজারে নেতাকর্মীদের ঢল নেমেছে। মাজার জেয়ারত ছাড়াও আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল রোববার এই উপলক্ষে শোভাযাত্রা করে শহীদ জিয়ার প্রথম মাজারে নেতাকর্মীরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জেয়ারতে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ মহসীন, শওকত আলী নূর, মো. জাহাঙ্গীর চেয়ারম্যান, ইউসুফ চৌধুরী, হেলাল উদ্দিন শাহ, খোরশেদ আলম চৌধুরী, এখতেয়ার হোসেন, মুজিবুল হক, মো. জামশেদ, মো. জসিম, মো. বক্কর, ভিপি আনছুর উদ্দিন, মো. আবু বক্কর, মো. হেলাল, মো. এমরান প্রমুখ।