চকরিয়ায় পাঁচ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

বিএনপির গাড়ি বহরে হামলার অভিযোগ

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের গণসংবর্ধনা শেষে ফেরার পথে দলটির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার অভিযোগ এনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গতকাল রবিবার থানায় দায়ের করা এই মামলায় ৫০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০ জনকে।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা চকরিয়া ও পেকুয়া উপজেলার সর্বস্তরের আওয়ামী লীগের নেতাকর্মী। তন্মধ্যে চারজন আসামি হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তারা হলেনসাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, পেকুয়ার টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। এছাড়াও আসামি করা হয়েছে চকরিয়ার বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউল আলম ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমকেও।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী মামলা রুজু হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে এবি ব্যাংকের ত্রাণ বিতরণ কার্যক্রম
পরবর্তী নিবন্ধগশ্চি হাইস্কুলের এসএসসি ব্যাচ-৮২’র ‘বন্ধু আড্ডা’