মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের পরিচালক আবুল কালাম ঢাকা বিমানবন্দরে আটক

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৫৩ পূর্বাহ্ণ

মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদকে বিদেশ পালানোর চেষ্টাকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে প্রশাসন। গতকাল রবিবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। বিমানবন্দর সূত্র ও সরকারি গোয়েন্দা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, শনিবার বেলা ১১টায় নৌবাহিনীর একটি টিম

মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ৪ নম্বর জেটিঘাট থেকে বার্জে তোলার সময় ২টি কন্টেনারে থাকা প্রায় ১৫ কোটি টাকা মূল্যের তামার ক্যাবল জব্দ করে। এ সময় ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এরপর জিজ্ঞাসাবাদে প্রকল্পের এমডি আবুল কালাম আজাদসহ অনেকের নাম বেরিয়ে আসে। পরে এমডি আবুল কালাম আজাদসহ ৮ জনকে আসামি করে মামলা করা হয়। সেই মামলায় আবুল কালাম আজাদকে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয় বলে মহেশখালীতে কর্মরত নৌবাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

কয়লা বিদ্যুৎ প্রকল্পের একাধিক সূত্র জানায়, প্রকল্প পরিচালক ও নিরাপত্তায় নিয়োজিত অসাধু কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে একটি চোর সিন্ডিকেট প্রকল্পের স্ক্র্যাপসহ কোটি কোটি টাকার বিভিন্ন মালামাল চুরি করে বাইরে পাচার করে আসছিল। চোর চক্রটি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও পিডি আবুল কালাম আজাদের ক্ষমতাবলে পার পেয়ে যেত। তবে এভাবে ধরা পড়েনি শত কোটি টাকার মালামাল। বিষয়টি নিশ্চিত করেছে একটি গোয়েন্দা সংস্থা।

এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বলেন, প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ ঢাকায় গ্রেপ্তার হওয়ার বিষয়টি শুনেছি। তবে অফিশিয়াললি এখনো মহেশখালী থানাকে জানানো হয়নি।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট সেন্ট্রাল পার্ক হসপিটালে ‘ভুল’ চিকিৎসার অভিযোগ ওঠা সেই প্রসূতির মৃত্যু
পরবর্তী নিবন্ধসাব রেজিস্ট্রি অফিসের সহকারীর স্ত্রীর কোটি টাকার অবৈধ সম্পদ