মীরসরাইয়ে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ইউপি সদস্যের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৫৫ অপরাহ্ণ

মীরসরাইয়ে গণপিটুনিতে মো. রফিক (৪৫) নামের সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। রফিক উপজেলার সাহেরখালী ইউনিয়নের কাজীর তালুক এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। রফিক সাহেরখালী ইউনিয়নেরর সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দায়িত্বে ছিলেন। এ ঘটনায় আরও সাতজন আহত হন।

শনিবার (৩১ আগস্ট) মধ্যরাতে মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চলে এস কিউ নামের বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির নির্মাণাধীণ একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে।

এস কিউ কারখানার প্রশাসনিক কর্মকর্তা এহসানুল কবির বলেন, ‘গত তিন মাসে তিন দফায় আমাদের কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। তিন মাস আগে একবার কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীদের বেঁধে ৮০ লাখ টাকার কেবল নিয়ে যায় ডাকাত দল। এর মধ্যে গত ২৯ আগস্ট রাতে আমাদের সাত নিরাপত্তাকর্মীকে বেঁধে বেধড়ক মারধর করলেও সেবার কিছু নিতে পারেনি।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সিফাত সুলতানা বলেন, দুপুর সাড়ে ১২টায় মো. রফিক নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এখানে আনার আগেই তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনার পর আজ রোববার দুপুরে কারখানা এলাকা পরিদর্শন করেন মীরসরাই সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল মামুন ও সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আমিন।

এ বিষয়ে জানতে চাইলে মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘নিহত রফিক সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। গতকাল রাতে সাহেরখালী এলাকায় মাছের প্রকল্প নিয়ে তার সঙ্গে কিছু লোকের ঝামেলা হয়েছিল। সেখান থেকে রাতে ফেরার পথে এস কিউ কারখানা এলাকায় তাদের ধরে ডাকাতির কথা ছড়িয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর চাম্বলের ইউ‌পি সদস্যকে গণধোলাই
পরবর্তী নিবন্ধপটিয়ায় শ্রমিক লীগ নেতাকে ধরে পুলিশে দিল জনতা