মা‌ছে মেশা‌নো হ‌চ্ছে ক্ষ‌তিকর রং, চট্টগ্রামে অ‌ভিযা‌নে ধরা

| রবিবার , ১ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চকবাজা‌রে মা‌ছে ক্ষ‌তিকর রং মেশা‌নো, পণ‌্য মূল‌্য না লিখা, মেয়াদোত্তীর্ণ পণ‌্য রাখার অ‌ভি‌যো‌গে চার প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভোক্তাধিকার।

আজ র‌বিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকার কাচাবাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা ক‌রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়। সা‌থে ছি‌ল ছাত্র-জনতা ও সিএম‌পির পু‌লিশ সদস‌্যরা।

বাজার তদারকিকালে শাহজাহানের মাছের দোকানকে মাছের রং দেওয়ার অপরাধে ৩ হাজার, ইলিয়াস মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার, বিনিময় স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ ও এমআরপি বিহীন পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণের জন্য ১০ হাজার টাকা এবং খাজা মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা‌ধিকার চট্টগ্রাম বিভাগীয় কা‌র্যালয় উপ প‌রিচালক ফ‌য়েজ উল‌্যাহ জানান, জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ‘আর্থিক সংকট’‌- হাটহাজারীতে সিএনজি চালকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধআপন নীড়ে ফিরল লোহাগাড়া থানা পুলিশ, সেবা ও সংস্কার দুটোই চলবে একসাথে