জিডিপি প্রবৃদ্ধি সামান্য বেড়ে ৫.৮২ শতাংশ

| রবিবার , ১ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

সাময়িক হিসাবে ২০২৩২৪ অর্থবছরে তার আগের বছরের তুলনায় মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। ২০২২২৩ অর্থবছরের চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধির তুলনায় সাময়িক হিসাবটিতে তা সামান্য বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোবিবিএস গতকাল শনিবার জিডিপি প্রবৃদ্ধির এই তথ্য অনলাইনে প্রকাশ করেছে। খবর বিডিনিউজের।

২০২২২৩ অর্থবছরে তার আগের বছরের তুলনায় চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ। অথচ ওই অর্থবছরে সাময়িক হিসাবে সেটি ছিল ৬ দশমিক শূন্য ৩ শতাংশ। ওই হিসাব অনুযায়ী, ২০২৩২৪ অর্থবছরেরও চূড়ান্ত প্রবৃদ্ধি সাময়িক হিসাবের চেয়ে কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গণআন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার ২০২৩২৪ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ৭ দশমিক ৫০ শতাংশ, যা পরে নামিয়ে আনা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশে। সাময়িক হিসাবে দেখা যাচ্ছে, সেই সংশোধিত লক্ষ্যও অর্জনও করা সম্ভব হয়নি। বিবিএস বলছে, গত অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে যুক্ত হয়েছে ৩৩ লাখ ৯৭ হাজার ২০০ কোটি টাকা, যা এর আগের অর্থবছরে ছিল ৩২ লাখ ১০ হাজার ৪০০ কোটি টাকা। এ সময় কৃষি ও শিল্প খাতের প্রবৃদ্ধির হার আগের অর্থবছরের তুলনায় কমেছে; তবে সেবা খাতে প্রবৃদ্ধি সামান্য বেড়েছে। ২০২২২৩ অর্থবছরে শিল্পে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ, যা ২০২৩২৪ অর্থবছরের সাময়িক হিসাবে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৬ শতাংশে। এ নিয়ে টানা চার অর্থবছর শিল্প প্রবৃদ্ধি কমতির ধারায় রইল।

বিবিএসের সর্বশেষ জাতীয় হিসাব পরিসংখ্যানের তথ্যমতে, ২০২০২১ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ২৯ শতাংশ। পরের বছর ২০২১২২ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৯ দশমিক ৮৬ শতাংশ। পতনের ধারা অব্যাহত থাকে পরের দুই অর্থবছরেও।

কৃষি খাতে ২০২২২৩ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ, যা ২০২৩২৪ অর্থবছরে এসে দাঁড়ায় ৩ দশমিক ২১ শতাংশ। উল্টো সামান্য বাড়ে সেবা খাতে। এ খাতে ২০২২২৩ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ; ২০২৩২৪ এ এসে দাঁড়ায় ৫ দশমিক ৮০ শতাংশ। ২০১৮১৯ অর্থবছরে রেকর্ড ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ। এরপর আসে মহামারী। তাতে ২০১৯২০২০ অর্থবছরে প্রবৃদ্ধি নেমে যায় ৩ দশমিক ৪৫ শতাংশে, যা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন।

২০২০২০২১ অর্থবছরে প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়ায় ৬ দশমিক ৯৪ শতাংশে। দুঃসময় কাটিয়ে ২০২১২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে হয় ৭ দশমিক ১০ শতাংশ।

২০২২২৩ অর্থবছরের জন্য সরকার বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছিল ৭ দশমিক ৫০ শতাংশ। কিন্তু ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে বিশ্ব অর্থনীতির দুর্দশার প্রভাব থেকে মুক্ত থাকার উপায় ছিল না বাংলাদেশেরও। প্রাথমিক হিসেবে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ জিডিপি অর্জিত হওয়ার ধারণা দেওয়া হলেও চূড়ান্ত হিসাবে তা ছয় শতাংশের নিচে নেমে গিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধঅবিলম্বে খুলে দেয়াসহ পাঁচ দাবিতে অভিভাবকদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধবন্যাদুর্গতদের পাশে বিটপী গ্রুপ