অলিম্পিকে সোনা জয়ের পর বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে ফেভারিট হিসেবেই নেমেছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু তৃতীয় রাউন্ড থেকেই তাকে বিদায় করে দিয়ে অঘটনের জন্ম দিলেন অ্যালেঙি পপিরিন। বর্তমান চ্যাম্পিয়নের বিপক্ষে ৬–৪, ৬–৪, ৬–২, ৬–৪ গেমে জেতেন তিনি। গত বছর ইউএস ওপেনেই ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পান জোকোভিচ। আর একটি জিতলেই ছাড়িয়ে যাবেন মার্গারেট কোর্টকে। কিন্তু ২৫তম গ্র্যান্ড স্ল্যামের খোঁজে থেকে এই বছর খালি হাতেই ফিরতে হলো তাকে।
হারের পর সার্বিয়ান তারকা বলেন, ‘আমার জন্য ভয়ানক এক ম্যাচ এটি। এই ধরনের টুর্নামেন্ট এমন হয়ে থাকে। সত্যি বলতে আমি যেমন বোধ করছি এবং টুর্নামেন্টের শুরু থেকে যেভাবে খেলে আসছি, তাতে তৃতীয় রাউন্ডে যাওয়াটাই আমার কাছে সফলতা। সততার সঙ্গে বলতে হয় আমি সবচেয়ে বাজে টেনিস খেলেছি।’ এদিকে জোকোভিচকে হারিয়ে অবিশ্বাসের ঘোর কাটছেই না পপিরিনের, ‘আমার ক্যারিয়ারে ১৫ বার আমি তৃতীয় রাউন্ডে উঠেছি। কিন্তু কখনো তা পার করতে পারিনি।
সর্বকালের সেরা খেলোয়াড়কে হারিয়ে চতুর্থ রাউন্ডে ওঠা অবিশ্বাস্য।’ জোকোভিচ ছিটকে পড়ায় পুরুষ এককে এখন ইয়ানিক সিনারের দিকেই নজর থাকবে বেশি। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জেতা এই ইতালিয়ান তারকা এর আগে কখনোই ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল পাড়ি দিতে পারেননি।