কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত সন্ত্রাসী, নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেন ও তার ভাই ছৈয়দ হোসেন ওরফে বুলুকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ক্যাম্পের ৮ ওয়েস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। তিনি গণমাধ্যমকে জানান, ১৪ এপিবিএন সহ অধিনায়ক (পুলিশ সুপার) মো. আরেফিন জুয়েলের নেতৃত্বে আভিযানিক দল অভিযান পরিচালনা করে নবী হোসেন ও তার ভাইকে দুইটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ ক্যাম্পের ৮ ওয়েস্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, নবী হোসেন মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান। তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকদ্রব্য চোরাচালানের মূলহোতা হিসেবে পরিচিত। উখিয়া এবং টেকনাফের এফডিএমএন ক্যাম্প এলাকায় তার নিজস্ব সশস্ত্র বাহিনী রয়েছে। যার মাধ্যমে সে হত্যা, অপহরণ এবং ইয়াবা চোরাচালান করে থাকে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নবী হোসেনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলো বিজিবি। তার বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, মাদক, ছিনতাই, ডাকাতি, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।