চসিকের সাবেক মেয়র, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর আলমের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলমের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ফেনীর ছাগলনাইয়ায় পশ্চিম মধুগ্রাম ঠাকুরদিঘী পাড় এলাকায় গতকাল শুক্রবার বিশেষজ্ঞ ডাক্তারদের দুইটি টিম বিনামূল্যে দুর্গতদের চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ ও বিশুদ্ধ পানির ট্যাবলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও দুর্গতদের মাঝে শুকনো খাবার ও তৈরি খাবার এবং পানি বিতরণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক টিমের নেতৃত্ব দেন ডা. আব্দুল মাবুদ ও ডা. শাহাদাত হোসেন। মোহাম্মদ মনজুর আলম তাঁর মানবিক সেবা কার্যক্রমে সহযোগিতা কামনা করে বলেন, দুর্গতদের সেবায় তাদের দুটি ফাউন্ডেশন ও ট্রাস্ট সদা সর্বদায় নিয়োজিত আছে। তিনি বলেন, যেখানে মানবিক বিপর্যয় দেখা দেয় সেখানেই আমাদের মানবিক সেবা কার্যক্রম চলমান থাকে। প্রেস বিজ্ঞপ্তি।