ফেনী, মীরসরাই ও ফটিকছড়িতে বন্যদুর্গতদের মাঝে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় নেতৃবৃন্দ বন্যার্তদের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
গাউসিয়া কমিটি : এ যাবৎ ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মীরসরাই, ফটিকছড়ি ও খাগড়াছড়িসহ সিলেট ও অন্যান্য জেলায় প্রায় ৫০ হাজার দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছিয়ে দিয়েছেন গাউসিয়া কমিটি। দুর্গতদের ত্রাণ বিতরণসহ পুনর্বাসন কার্যক্রমের জন্য সংগঠনটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, যুগ্ম মোছাহেব উদ্দিন বখতিয়ার ও কেন্দ্রীয় অর্থ সচিব কমরুদ্দিন সবুরের তত্ত্বাবধানে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। গত ২৮ আগস্ট সংগঠনটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ ও যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ারের নেতৃত্বে একশ জনের একটি টিম কুমিল্লা, নোয়াখালী ও ফেনীর ১০টি উপজেলায় একযোগে ত্রাণ বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আহবায়ক কমিটির আহবায়ক আবদুল হাই মাসুম, এএসএফের পরিচালক আনজুমান সদস্য সাদেক হোসেন পাপ্পু, কুমিল্লা, ফেনী জেলাসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণকালে চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার দেশের যে কোন দুর্যোগ–দুর্বিপাকে গাউসিয়া কমিটি সাধারণ মানুষের পাশে থাকবে বলে ঘোষণা দেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগের কথাও জানান। নিবেদিতপ্রাণ সদস্যদের ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ভেদাবেধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আমরা কজনা : গতকাল বেলা ১২টায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা কজনা সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে সকল ধনাঢ্য ব্যক্তিবর্গকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ জানানো হয়। এ সময় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক অশ্রু চৌধুরী, সংগঠক বিজন পাল, উষা আচার্য, রূপনা চৌধুরী রুপা, উমি চৌধুরী, ঝর্ণা নন্দীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিজামপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ : রোভার ফয়সাল আরফিন মিশু উদ্যোগে মীরসরাইয়ের বিভিন্ন ইউনিয়ন আবারও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য বন্যায় পরবর্তী বাসস্থান কিছু সামগ্রী চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল অন্যান্য এই সকল কিছু পৌঁছিয়ে দিতে কিছু সংখ্যক নিজামপুর সরকারি কলেজ রোভার ও ক্যাডেট সর্বদা কর্মরত ছিল। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন নিজামপুর সরকারি কলেজ কিছু সংখ্যক ক্যাডেট ও রেভার। রোভার ফয়সাল আরফিন মিশু, এক্স ক্যাডেট ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন ফয়সাল, এক্স ক্যাডেট ইনচার্জ আশরাফুল ইসলাম, ক্যাডেট মেহেরাজ হোসেন অপু, ক্যাডেট আশা বড়ুয়া, ক্যাডেট লেন্স কর্পোরাল মোহাম্মদ ইমাম হোসেন, ক্যাডেট সামিরা, রোভার নুরুল ইসলাম আজিম, রোভার সুলতানুল আরেফিন, রোভার মিনহাজ উদ্দিন, রোভার উম্মে হাবিবা।
বোয়ালখালী উপজেলা ছাত্রদল : বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের নির্দেশনায় ২০০ জন দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকালে উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদে উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ এনামুল হক সজীবের সভাপতিত্বে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এইচ. এম কুতুব উদ্দীন চৌধুরী, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জহির আহম্মদ চৌধুরী, বিএনপি নেতা কামাল উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল্লাহ্ চৌধুরী মানিক, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জানে আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বদিউল আলম বাহাদুর, দক্ষিণজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সেকান্দার আহম্মদ আদিল, উপজেলা ছাত্রদল নেতা হাসান হিমু, শহিদুল ইসলাম সজীব, মো. জুবায়ের রায়হান, মো. সাকিব, জাবেদ, আরাফাত শাকিল, মো. আরমান, সালমান খান রিয়াদ, মুন্না, রিয়াদ,পিয়ালসহ আরো অনেকেই।
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং : রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে গতকাল ফটিকছড়ি ভূজপুরে ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের রোটারিয়ান জামাল উদ্দিন সিকদার অডিটোরিয়ামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি এস এম জমির উদ্দিন, সাবেক রোটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, আইপিপি মোহাম্মদ জামাল উদ্দিন সিকদার, জয়েন্ট সার্জেন্ট এট আর্মস এম এ মতিন, রোটারি লেটস্ সৈয়দ মোহাম্মদ জুলহাসনাইন নাহিন প্রমুখ।
সৃষ্টি ফাউন্ডেশন : ফটিকছড়ি প্রতিনিধি জানান, ফটিকছড়িতে বন্যার্তদের মাঝে ৩য় দিনের মত ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সৃষ্টি ফাউন্ডেশন। ৩০ আগস্ট (শুক্রবার) ৩য় দিনের মত হারুয়ালছড়িতে বন্যাদুর্গত মানুষদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে ১ম দিন কাজিরহাট, ২য় দিন বিবিরহাট ও নারায়ণহাট এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন– সৃষ্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুকান্ত বড়ুয়া বিপুল, সমবায় পরিদর্শক মো আব্দুল মান্নান, ফাউন্ডেশনের উপদেষ্টা পরিতোষ বড়ুয়া, রাজ্য শ্রী বড়ুয়া, পরিচালক বিজিত বড়ুয়া, পরিচালক অজিত ধর, নয়ন নাথ, ইউপি সদস্য কাজী মো. শাহজাহান, মো. সাইফুল ইসলাম, মো. রবিউল হোসেন, শীপন নাথ, ছোটন নাথ, অয়ন সাহা, অমল বড়ুয়া বাপ্পু, মো. আব্দুর রহিম, মো. তৌহিদুল আলম, বিপ্লব বড়ুয়া প্রমুখ। ফাউন্ডেশনটির চেয়ারম্যান সুকান্ত বড়ুয়া বলেন– ২০১০ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমাদের সংগঠন আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দেশের যেকোন দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। তারই ধারাবাহিকতায় পর পর ৩দিন বন্যাদুর্গত মানুষদের জন্য উপহার সামগ্রী বিতরণ করে আসছি।
আয়েশা–জাফর ফাউন্ডেশন : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারার স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন আয়েশা–জাফর ফাউন্ডেশনের উদ্যোগে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ফেনী জেলার পরশুরাম উপজেলার ছিথলিয়া ইউনিয়নের শাহাজানপুর ও দূর্গাপুর গ্রামের ৮৫০ পরিবারের কাছে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দিনভর এসব ত্রাণ বিতরণ ও চিকিৎসা সহায়তা প্রদান করেন। সেই সাথে শাহজানপুর গ্রামে সারাদিন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আয়েশা–জাফর ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান আশরাফ সিকদার মিন্টু, শাকিলা ইয়াসমিন মুন্নি, সাইফুদ্দিন সিকদার, ইখতেয়ার সিকদার তামিম, ব্যাংকার মো. জসিম উদ্দীন আমজাদী, মোহাম্মদ মোরশেদ হোসেন, ফাহমিদ উর রহমান, রঞ্জন ভট্টাচার্য্য, কনক নিজাম, শহীদুল আমিন, হেলাল নূরী, ওয়াকিল আহমেদ, নুর খান, বদরুল আলম সুমন ও তারেক হাসান ইমন প্রমুখ। জানা যায়, ৮৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা। প্রতি প্যাকেট ত্রাণের মধ্যে ১ সেট রান্নার ডেকসি, ১টি সাবান, ১টি শাড়ি, ১টি লুঙ্গি, ১টি গামছা, ১ কেজি মুড়ি, ১ কেজি চিরা, ১/২ কেজি গুড়, ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি, পিয়াজ, ১ কেজি, লবণ ৫ লিটার পানি, ৬ প্যাকেট মোমবাতি, ১ প্যাকেট দিয়াশলাই, ৫ টি খাবার স্যালাইন, ১০০ গ্রাম শুকনা মরিচ ও বিস্কিট দেওয়া হয়েছে।
সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ : সন্দ্বীপ ভিত্তিক ২৯টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাংগা ও রামগড়ে বন্যার্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) মাটিরাংগার ভারত সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা ধনিরাম পাড়া, ধর্মরাম পাড়া, অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শফি টিলা, অযোধ্যা মোড়, দন্ডি পাড়া, শিপক বাড়ি আর্মি ক্যাম্প প্রভৃতি এলাকায় সংগঠনের নেতৃবৃন্দ সেনাবাহিনীর সহায়তায় ঘরে ঘরে গিয়ে বন্যার্ত অসহায় পরিবারগুলোর হাতে এক হাজার টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করেন। পরে ঐদিন রাতে রামগড় পৌরসভার ভারত সীমান্তবর্তী ফেনীর কুল এলাকায় ও সোনাইপুল স্কেলের পূর্ব পাশে বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, উপদেষ্টা কাজী জিয়া উদ্দিন সোহেল ও অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা কাজী মুসলিম উদ্দিন, আবুধাবী প্রবাসী মনসুর সন্দ্বীপী, বাংলাদেশ মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা উপজেলা কমিটির সভাপতি মো. সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান এবং সোনালী সন্দ্বীপ তরুন প্রবাসী ঐক্য পরিষদের মো. আশরাফ উদ্দিন রনি।