পৃথিবীর সবচেয়ে সম্মানের পেশা হলো শিক্ষকতা। শিক্ষক সব পেশার কারিগর। দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিও কোনো এক শিক্ষকের ছাত্র। পৃথিবীর সবচেয়ে বড়ো পেশা শিক্ষকতা। হ্যাঁ, মেনে নিলাম কিছু শিক্ষক সব শিক্ষার্থীদের সমান চোখে দেখে না। কিন্তু তাই বলে শিক্ষকদের গায়ে হাত তোলা শিক্ষার্থীদের মানায় না। শিক্ষক যতই খারাপ হোক কোনো এক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা যাবে। শিক্ষকের বিচার করার দায়িত্ব কোনো শিক্ষার্থীর হতে পারে না, প্রশাসন আছে দেশে, অন্যায় কাজে অভিযুক্ত হলে প্রশাসন ব্যবস্থা নিবে। শিক্ষককে এভাবে অপমান করা কোনো প্রকৃত ছাত্রের পক্ষে সম্ভব না।
বেশ কয়েক দিন ধরে কয়েকটা ভিডিওতে দেখেছি শিক্ষকদের গায়ে হাত তোলা হচ্ছে বিষয়টা খুবই দুঃখজনক। শিক্ষকরা যদি এইভাবে অপমানিত হয় তাহলে খুব তাড়াতাড়ি আমাদের সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। এটা আমাদের জন্য কলঙ্ক। শিক্ষক হলো মাথায় রাখার জিনিস, সম্মানের জিনিস। শিক্ষকদের অপমান, অসম্মান করা মানে জাতির মানদণ্ডকে অপমান করা। একজন শিক্ষার্থী হিসেবে আমি কখনো এমন শিক্ষার্থী হতে চাই না, যে শিক্ষার্থী জাতির মানদণ্ডকে অপমান করে, অসম্মান করে। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব তাই বলে শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার নয়।