হিউম্যান রাইটস ফাউন্ডেশনের অনুদান

বন্যার্তদের পাশে আজাদী

| শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৪:৩৫ পূর্বাহ্ণ

বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মকাণ্ড পরিচালনায় দৈনিক আজাদীর গঠিত ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা সংগৃহীত অনুদানের চেক প্রদান করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)

চেকটি গ্রহণ করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ও কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি ওয়াহিদ মালেক। মানবধিকার সংগঠনটির মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান তাঁকে অনুদানের চেকটি হস্তান্তর করেন। এ সময় বিএইচআরএফের চট্টগ্রাম মহানগর ও জেলা নেতৃবৃন্দ অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, অ্যাড.এইচ. এম জসিমউদদীন, অ্যাড. শান্তনু চৌধুরী, আশরাফুল হক জীবন, আহসান হাবীব বাবু, আবুল মোবারক, . রহমান শাওন, হাসান আল বান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুদান গ্রহণকালে আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, দৈনিক আজাদী সাধারণ মানুষের হৃদয়ের আশাআকাঙ্ক্ষা পূরণে সব সময় সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে আসছে। আমাদের উদ্যোগে বিএইচআরএফ সাড়া দেয়ায় তাদের জানাই কৃতজ্ঞতা। আমরা সবার মানবিক কাজের অংশীদার হতে চাই।

এ সময় বিএইচআরএফ মহাসচিব অ্যাড. জিয়া হাবীব আহসান মানবাধিকার কর্মকাণ্ডে দৈনিক আজাদীর ভূমিকারও প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিবির নেতাকে অপহরণ, কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কৃষকের ৮০ শতক সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা