পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৪:২১ পূর্বাহ্ণ

পটিয়ায় হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলীকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। কোরবান পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মৃত আবুল কাশেমের পুত্র।

র‌্যাব৭ সূত্রে জানা যায়, কোরবান আলীর বিরুদ্ধে পটিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন রাস্তার মাথা এলাকায় গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে র‌্যাব৭ অভিযান চালিয়ে আসামি কোরবান আলীকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পটিয়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব সদস্যরা আটক কোরবান আলীকে পটিয়া থানায় হস্তান্তর করেন। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধত্রাণ দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, সীতাকুণ্ডে ৯ স্বেচ্ছাসেবক আহত
পরবর্তী নিবন্ধধীর গতির সংস্কারে যখন তখন যানজট