ফটিকছড়িতে ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে শারমিন আক্তার (৩২) নামে এক গৃহবধূ মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার ভুজপুর হারুয়ালছড়ি ইউনিয়নের ফটিকছড়ি খালের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছিয়া চা বাগান এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, স্বামীর সঙ্গে রিকশায় করে কাজিরহাট যাওয়ার পথে আরেকটি ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে কর্মরত মোহাম্মদ সুজন বলেন, তাদের দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্যজনকে চমেক হাসপাতালে নেয়া করা হয়েছে।