বন্যার্তদের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহ্বান

আজাদী ডেস্ক | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

ফেনী, মীরসরাই ও ফটিকছড়িতে বন্যদুর্গতদের মাঝে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় নেতৃবৃন্দ বন্যার্তদের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

দারুল হুদা ফাউন্ডেশন : ২৭ ও ২৮ আগস্ট ২০২৪ দুই দিনব্যাপী নোয়াখালী, ফেনী, লক্ষীপুরে বন্যা দূর্গতদের মাঝে চট্টগ্রামের খুলশী থানাধীন ফয়’স লেকস্থ আধ্যাত্মিক, অরাজনৈতিক ও মানবসেবামূলক সংগঠন দারুল হুদা ফাউন্ডেশন (ট্রাস্ট)’র ব্যবস্থাপনায় ও মাদ্রাসানূরীয়া কমপ্লেঙের সকল শিক্ষকবৃন্দের সার্বিক পরিচালনায় দারুল হুদা দরবারে গাওসীয়া শরীফের পীরজাদা আলহাজ্ব শাহ্‌ সুফী বেলায়েত হোছাইন আল্‌ কাদেরী (মা:জি::)’র তত্ত্বাবধানে ৫০০০ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে পীরজাদা শাহ্‌ সুফী বেলায়েত হোছাইন আল কাদেরী বলেন, এ মুহুর্তে দেশের বিত্তবানদের উচিত লক্ষ লক্ষ বানবাসী মানুষের সাহায্যার্থে এগিয়ে আসা। সাথে সাথে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বানবাসীদের পূনর্বাসনে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে উদাত্ত আহ্বান জানান। পরিশেষে, বন্যায় নিহতদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

তুলসীধাম ও অদ্বৈতঅচ্যুত মিশন : নন্দনকানন শ্রীশ্রী তুলসীধাম পরিচালনা পরিষদের উদ্যোগে এবং অদ্বৈতঅচ্যুত মিশন বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে ফেনীর লেমুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তুলসীধামের মোহন্ত দেবদীপ মিত্র চৌধুরী (পুরী) মহারাজের নির্দেশনায় গত ২৬ ও ২৭ আগস্ট ট্রাকভর্তি ত্রাণ সামগ্রী বানভাসি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। স্বেচ্ছাসেবীরা পানিবন্দী থাকা কিছু মানুষকেও এসময় উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। এ কার্যক্রমে প্রধান সমন্বয়কারী ছিলেন অদ্বৈতঅচ্যুত মিশনের আন্তর্জাতিক প্রচার সম্পাদক বিকাশ কান্তি নাথ। আর্থিক সহায়তার মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন কানাডা প্রবাসী কৌশিক বিশ্বাস, ইউএই প্রবাসী বন্ধন দেবনাথ, প্রকাশ নাথ, প্রসাদ, চট্টগ্রাম থেকে ডা. সবুজ ধর, ডা. মনোজ চৌধুরী, হরিসাধন ধর, স্বপন ধর, চন্দ্রনাথ পাল, জহরলাল দত্ত, সঞ্জিত দেবনাথ, বিধান ধর, শ্যামদাশ ধর, অ্যাড. মধুসূদন দাশ, রূপন দে, বাঁশিরাম দে, অ্যাড. সুজন দে, তপন দাশ সহ অনেকে। ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও সহযোগিতা করছেন তুলসীধামের ভক্ত সেবক এবং অদ্বৈতঅচ্যুত মিশনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। দুর্গত এলাকায় খাবার, পানি, মোমবাতি, ম্যাচ সহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর : গাউসিয়া কমিটি বাংলাদেশের চট্টগ্রাম মহানগর উদ্যোগে ফেনী, নোয়াখালী, কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ বিতরণ উপলক্ষে খাদ্য সামগ্রী প্রস্তুতি কর্যক্রম পরিদর্শন করেন আনজুমান সদস্য দায়েম নাজির জামে মসজিদের মোতাওয়াল্লী কামালুদ্দিন চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার চেয়ারম্যান ইয়াহিয়া মোহাম্মদ মহসিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি তসকির আহমদ, ত্রাণ বিতরণ কমিটির আহবায়ক সেকান্দর মিয়া, যুগ্ম সম্পাদক মাওলানা ইলিয়াস কাদেরী, সহ দাওয়াতে খাইর সম্পাদক মোহাম্মদ দস্তগীর আলম, বায়েজিদ সভাপতি আব্দুল হামিদ সদ্দার, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান সদ্দার, কোতোয়ালী সভাপতি সালামত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, হালিশহর সাধারণ সম্পাদক আলী নেওয়াজ, খুলশী সভাপতি মকবুল আহমদ খান, হাদদার আলী, জাহাঙ্গীর সদ্দার, হীরা, মোমেন দায়েমী, আব্দুল হামিদ, শাহাদাত, জাহাঙ্গীর, ফয়সাল রেজা, আরীফ খতিবি, শাহ আলম প্রমুখ। পর্যায়ক্রমে বন্যা দূর্গত এলাকায় পাচ হাজার পরিবারকে ত্রান বিতরণ করা হবে জানিয়েছেন ত্রাণ ব্যাবস্থাপনা কমিটি সদস্য মোহাম্মদ দস্তগীর আলম।

নিষ্ঠা ফাউন্ডেশন : শুভাকাঙ্খী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতায় ভুজপুর ও মিরাসরাইয়ের বারৈয়ারহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের নিকট শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বুধবার (২৮ আগস্ট) বিতরণ করা হয়। নিষ্ঠার রক্তসেবা প্রধান জাকারিয়া আলমের নেতৃত্বে উক্ত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ভুজপুরে ত্রাণ দেওয়ার সময় সৈয়দ বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা কেফায়েত উল্লাহ ও দাতমারা বাজার সেক্রেটারি মো: আবু তৈয়বসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিরসরাই বারৈয়ারহাটে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন চবকএর সাবেক ইঞ্জিনিয়ার মো: মহিউদ্দিন আহমেদ, স্থানীয় প্রতিনিধি মো: সুমন ও মো: নাঈমসহ অনেকেই। নিষ্ঠার স্বেচ্ছাসেবকদের মধ্যে মোফাস্‌েসল নিহাল, আব্দুল্লাহ হামিদ, সুবাহ জয়, জায়েদ আহমেদ, হামিম আহমেদ, আবু রাশেদ, কাউসার হাসান, মহিউদ্দিন সিয়াম, ওবায়দুর জিহান, তাজবিদ আহমেদ, আবির আল, সাজ্জাদ ও রিয়াজুল উক্ত বিতরণ কাজে অংশ গ্রহণ করেন। নিষ্ঠার জেনারেল সেক্রেটারী চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরকারিবেসরকারি সংস্থার যারা ইতোমধ্যে এগিয়ে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং ত্রাণ সংগ্রহ ও বিতরণের ক্ষেত্রে বিশৃঙ্খলা ও অপচয় রোধ কল্পে সেনাবাহিনীকে বণ্টনের সম্পূর্ণ দায়িত্ব দেওয়ার জন্যে অনুরোধ করেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীনদের পুনর্বাসনের সহযোগিতায় ধনাঢ্য ব্যক্তিবর্গকে এগিয়ে আসার অনুরোধ করেন।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম : মীরসরাই, ফেনী, নোয়াখালীতে বন্যাদুর্গত অঞ্চলে পানিবন্দি মানুষকে উদ্ধার ও ত্রাণ সহায়তায় অংশ নিল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মিরসরাই, ফেনী, নোয়াখালীতে এলাকায় বন্যাদুর্গত অঞ্চল পানি বন্দী মানুষকে উদ্ধার ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী এবং ঔষধ সরবরাহ করতে সদস্যরা প্রতিকূল পরিস্থিতিতে অনেক ঝুঁকি নিয়ে কয়েকশত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনে ত্রাণ সহায়তা করে অনেক কষ্টে থাকা পানিবন্দী মানুষের মাঝে। তারা জানায়, এ সহায়তা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত চালিয়ে রাখবে।দেশ ও দেশের বাইরে থাকা সকল মানবিক মানুষদের প্রতি তারা এ সংকটে সার্বিকভাবে এগিয়ে আসারও আহবান জানায়। অসুস্থ মানুষের চিকিৎসার জন্য তারা একটি ফ্রি মেডিকেল টিম গঠন করছে বলেও জানায়। একইসাথে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ফেনী,নোয়াখালী, আখাউড়া, কুমিল্লাসহ অন্যান্য সকল বন্যা কবলিত জেলায় পানিবন্দী অঞ্চলেও অসহায় মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তার জন্য সেখানকার দায়িত্বশীল প্রতিনিধিরা কাজ করছে বলে জানা যায়।

ছাত্রদল : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সার্বিক সহযোগিতায় ফেনীতে বন্যাদুর্গতদের পাশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আনাছের উদ্যোগে ফেনীর বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলেন, ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা বিপর্যস্ত হয়ে পেড়েছে। চট্টগ্রামে জেলার পর জেলা প্লাবিত হয়ে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তারা মানবেতর জীবন যাপন করছে। অসংখ্য মানুষ ও জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। বিএনপি জনগণের দল, দেশের যেকোনো সংকটে বিএনপি সবসময় পাশে থাকে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমেদ, চকবাজার থানা ছাত্রদল নেতা মো. জুয়েল, রাব্বি, মো. রিপাত হোসেন, মামুন আহমেদ, মোহাম্মদ মুন প্রমুখ।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর : ফেনীতে সমপ্রতি ভয়াবহ বন্যায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর। শাখার উদ্যোগে ২৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত পাঁচ দিন ধরে জেলার ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম উপজেলাসহ মোট সাতটি এলাকায় উদ্বার ও উপহার প্রদান কার্যক্রম পরিচালিত হয়। চট্টগ্রাম মহানগর উত্তরের ৫০ সদস্যের একটি টিম ৫টি রেস্কিউ বোট ব্যবহার করে দুই হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম বাবু জানান, ছাত্রশিবিরের মানবতার কল্যাণে কাজ করার ইতিহাস রয়েছে। মানবতার কল্যাণে কাজ করার মধ্য দিয়ে ছাত্রশিবির সকল মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে।

ওষখাইন আলী নগর দরবার শরীফ : বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলায় প্রবল বন্যায় বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে বন্যায় বিপন্ন জনপদে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে আনোয়ারা উপজেলার ওষখাইন আলী নগর দরবার শরীফের শাহজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়ার নেতৃত্বে আঞ্জমানে পাক্‌ পাঞ্জাতন শাহ আলী রজা (রা.) কেন্দ্রীয় কমিটির মোহরা শাখার একটি টিম। গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ির সুয়াবিল, ভুজপুর, মাইজপাড়া সহ বিভন্ন এলাকার বন্যার্তদের মাঝে এ সব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া বলেন, মানুষের কষ্ট লাঘব করতে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আমরা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। অমাদের এই কার্যক্রম আগামীতে ও অব্যাহত রাখবো।

ইসলামী ফ্রন্ট : বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় ত্রাণ টিম ফেনী সদর, পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী, দাগনভূঁইয়া, সোনাগাজী উপজেলাসহ প্রত্যন্ত এলাকার বানভাসি দুর্গত মানুষের মাঝে দিনভর ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। বুধবার ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলাইমান ফরিদের নেতৃত্বে বন্যা কবলিতদের মাঝে কাপড়, ওষুধ, শুকনো খাবারসহ নানা ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ কাযী মুহাম্মদ নুরুল আলম, প্রচার সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, মুহাম্মদ বেলাল হোসাইন, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, আবুল কালাম, মাওলানা ওয়ালী উল্লাহ, অধ্যক্ষ সাইদুল ইসলাম মজুমদার, মাওলানা নুরুন্নবী রহমানী, মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা নুরুল ইসলাম যুক্তিবাদী, হেলাল হাসান, জহিরুল হক, মাওলানা জসিম উদ্দিন, মঞ্জুর মাওলা সর্দার, আলমগীর ফরাজী, গোলাম সরওয়ার ভুঁইয়া, আব্দুল হালিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু
পরবর্তী নিবন্ধঅধ্যাপক মাওলানা আবু বকর আজাদ