কোপা আমেরিকার ঘটনায় পাঁচ ম্যাচ নিষিদ্ধ উরুগুয়ের নুনেজ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:৩১ পূর্বাহ্ণ

কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর বিরোধে জড়িয়ে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন উরুগুইয়ান তারকা স্ট্রাইকার ডারউইন নুনেজ। দক্ষিণ আমেরিকান কনফেডারেশন কনমেবল পুরো ঘটনা তদন্তের পর নুনেজসহ আরো চারজন খেলোয়াড়কে নিষিদ্ধ করেছেন। পুরো ঘটনায় শাস্তি পেয়েছেন মোট ১১জন। সেমিফাইনাল শেষে শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামের স্ট্যান্ডে গিয়ে কলম্বিয়ান সমর্থকদের সাথে নুনেজসহ অন্যান্য খেলোয়াড়রা বিরোধে জড়িয়ে পড়ে। এমনকি এসময় সমর্থকদের সাথে খেলোয়াড়দের হাতাহাতির ঘটনাও ঘটেছে। এর মধ্যে লিভারপুলের নুনেজই সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন। বাকির চার কিংবা তারও কম ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি জরিমানার কবলে পড়েছেন।

টটেনহ্যামের মিডফিল্ডার রডরিগো বেনটানকার চার ম্যাচ এবং ডিফেন্ডার মাথিয়াস অলিভেরা, রোনাল্ড আরাউজো ও হোসে মারিয়া জিমিনেজ তিন ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন। সংঘর্ষের ঘটনায় নুনেজকে ২০ হাজার ডলার ও নিষিদ্ধ অন্যান্যদের ১৬ হাজার থেকে শুরু করে ৫ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগ করলেন বিসিবির পরিচালক টিটু এবং নাদেল
পরবর্তী নিবন্ধহাজারতম গোলের দিকে তাকিয়ে রোনালদো