সস্ত্রীক সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখার নির্দেশ দেয়। তাদের পরিচালিত সব ব্যাংক হিসাবে লেনদেন ৩০ দিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। চিঠিতে ওবায়দুল হাসান ও তার স্ত্রী নাফিসা বানু এবং এ এম আমিন উদ্দিন ও তার স্ত্রী আফসারী খানমের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা এ বিষয়ে বিএফআইইউ এর চিঠি পাওয়ার কথা জানিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। বিএফআইইউর চিঠিতে তাদের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে তাদের যে কোনো ধরনের হিসাব সংক্রান্ত তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি দালিলাদি, লেনদেন বিবরণী) দিতে বলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতন হলে গত ১০ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগে বাধ্য হন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর তিন দিন আগে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন।