ফের রিমান্ডে, কোটা আন্দোলনের পক্ষে থাকার দাবি সালমান-আনিসুলের

| শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:০৪ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এবার পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী। এদিন সকাল ৭টায় আসামিদের আদালতে হাজির করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা (প্রসিকউশন) মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যা মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন বাড্ডা থানার এসআই রেজাউল আলম। রিমান্ড শুনানিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা দুজনই (আমি ও সালমান এফ রহমান) কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ। ঘটনার বিষয় কিছুই জানি না। আদালতের কাছে ন্যায়বিচার চাই। শুনানি শেষে তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। খবর বিডিনিউজের।

কোটা সংস্কার আন্দোলন অগাস্টের শুরুতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিলে সারাদেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এরপর সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে। এরমধ্যেই ১৩ অগাস্ট ঢাকার পুলিশ তাকে সদরঘাট থেকে সালমান ও আনিসুলেকে গ্রেপ্তারের তথ্য দেয়। পরদিন নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুই জনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ।

প্রথম দফার রিমান্ড শেষে ২৪ আগস্ট তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর দুই কলেজছাত্র হত্যার পৃথক মামলায় পাঁচদিন করে তাদের ১০ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।

বেঙ্মিকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে শেয়ারবাজারে জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ আনা হয়েছে। এছাড়া অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক হতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১০০ ইলিশ বিক্রি হচ্ছে দেড় লাখে
পরবর্তী নিবন্ধএরশাদ মাহমুদের দখলে থাকা আরও ১০০ একর বনের জমি উদ্ধার