পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আজাদী ডেস্ক | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৪:৫৯ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদুতে পানিতে ডুবে তাসলিমা নামের ২ বছর ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই মালাদ্বীপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শিশু সোনাই এলাকার মালাদ্বীপ গ্রামের বোট চালক কাদির হোসেনের মেয়ে।

নিহতের বাবা জানান, দুপুরে তাসলিমাসহ বাচ্চারা ঘরের সামনে খেলা করছিল। আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ বাচ্চাদের আওয়াজ না পেয়ে মেঝো মেয়ে আকলিমাকে ডেকে জিজ্ঞেস করলাম তাসলিমা কোথায়? সে বলল তাসলিমা নদীর ঘাটের দিকে গেছে। দ্রুত নদীর কাছে গিয়ে খুঁজতে শুরু করি। আশেপাশে খুঁজে না পেয়ে পানিতে খোঁজাখুঁজি করলে কিছুক্ষণ পর তাসলিমার নিথর দেহ পানির নিচে পাওয়া যায়।

লংগদু থানার ওসি জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। এখন কাপ্তাই হ্রদ পানিতে ভরপুর। এই সময় শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ করেন ওসি।

পৃথক ঘটনায় পুকুরে ডুবে রাফসান চৌধুরী নামে ১ বছর ৬ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। রাফসান বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি ৬ নম্বর ওয়ার্ড এলাকার মাহাফুজুল হকের ছেলে। গত বুধবার বিকেলে সরল ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের নানার বাড়ির পুকুরে ডুবে মৃত্যু হয় বলে জানান নিহতের বাবা মাহাফুজুল হক। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় সে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাফসান কে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ পূর্ব পুইছড়ি হাব্বান চৌধুরী বাড়িতে দাফনের জন্য অনুমতি প্রদান করে থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে বিস্ফোরণ, ফের কেঁপে উঠছে টেকনাফ
পরবর্তী নিবন্ধদায়িত্ব গ্রহণের পরপরই ছুটিতে পৌর প্রশাসক, সেবা বঞ্চিত পৌরবাসী