মিয়ানমারে বিস্ফোরণ, ফের কেঁপে উঠছে টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৪:৫৯ পূর্বাহ্ণ

গভীর রাতে সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা মর্টার শেল ও বিমান হামলার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ উপজেলা। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েছেন নাফ নদী তীরবর্তী উপজেলার বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার টেকনাফে বসবাসরত বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিস্ফোরণের কথা জানান।

টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, রাত ১২টার পর থেকে টানা কয়েক ঘণ্টা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মানুষ নির্ঘুম রাত কাটায়। টেকনাফ সীমান্ত এলাকার গিয়াস উদ্দিন নামক একজন ফেসবুকে লিখেছেন, মধ্যরাতে ভয়ংকর শব্দে ঘুম ভেঙেছে, মনে হচ্ছে যুদ্ধবিমান ঘরের ওপর দিয়ে চক্কর দিচ্ছে। সাজ্জাদুল করিম নামে আরেক যুবক লিখেন, যে হারে শব্দ ভেসে আসছে মনে হয় কিছুক্ষণের মধ্যে শ্রবণশক্তি হারাবো। সেন্টমার্টিন এলাকার বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিনে মিয়ানমার থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এবার হামলা হচ্ছে মিয়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া এলাকায়। এ বিষয়ে টেকনাফ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, সীমান্তে ফের ওপার থেকে গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সীমান্তে আমাদের বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেল থেকে দুর্বৃত্তের গুলি, দুই যুবক নিহত
পরবর্তী নিবন্ধপানিতে ডুবে ২ শিশুর মৃত্যু