নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অনন্যা আবাসিক এলাকার অঙিজেন–কুয়াইশ সড়কে দুর্বৃত্তের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় একটি সূত্র একই ঘটনায় আরো ২ আহতের কথা বললেও পুলিশ সেটি নিশ্চিত করতে পারেনি।
নিহতরা হলেন, হাটহাজারীর শিকারপুরের পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে মো. আনিস (৩৮)। এছাড়া মাসুদ কায়সার (৩২) একই এলাকার বিল্লা বাড়ির মৃত মো. রফিকের ছেলে। তাঁরা স্থানীয় রাজনীতিতে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অক্সিজেন–কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন আনিস ও কায়সার। সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদ আনিস ঘটনাস্থলে মারা যান। এছাড়া অপর গুরুতর আহত মাসুদ কায়সারকে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, অঙিজেন–কুয়াইশ সড়কে পূর্ব শত্রুতার জেরে মোটসাইকেল থেকে গুলি করে দুইজন দুর্বৃত্ত। এই ঘটনায় আনিস নামের এক যুবক ঘটনাস্থলে মারা যান। এছাড়া মাসুদ নামের অপর এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এছাড়া আর কেউ আহত হয়েছে কিনা আমরা জানতে পারিনি।