বায়েজিদে দুর্বৃত্তদের গু’লিতে ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতা নিহত

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ১১:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের বায়েজিদে প্রকাশ্যে গুলিতে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন- মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)।

২৯ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৯টা দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন–কুয়াইশ সড়কের নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।

দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

ঘটনাটি বায়েজিদ বোস্তামী থানা এলাকায় হলেও এলাকাটি দেখা শোনা করেন হাটহাজারী থানাধীন মদুনাঘাট ফাঁড়ি। হাটহাজারী মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (আইসি) মহি উদ্দীন সুমনও ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এলাকাটি নগরের শেষ দিকে হাটহাজারী উপজেলার সীমান্তবর্তী এলাকা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৮টার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন আনিস ও কায়সার।

এরা দুজনে সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটর সাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করেন।

কায়সার ও আনিসের বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকায়। দুজনই আওয়ামী লীগের সমর্থক। তাঁরা স্থানীয় রাজনীতিতে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

এ প্রসঙ্গে দৈনিক আজাদীকে চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘বায়েজিদ অক্সিজেন–কুয়াইশ সড়কে দুর্বৃত্তদের গুলিতে দুজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই একজন মারা যায়। অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে পাশের এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এসপি ওয়াসিম আরো জানান, ‘পূর্ব শত্রুতার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটি ও বাঁশখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে মাছ ধরতে গিয়ে খালে পড়ে একজনের মৃত্যু