দেওয়ানহাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবকের বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:৪৫ পূর্বাহ্ণ

নগরীর দেওয়ানহাট এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল ডবলমুরিং থানায় ভিকটিম নিজে বাদী হয়ে মো. আনোয়ার হোসেন নামের ওই যুবকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মো. আনোয়ার হোসেন ভুজপুরের বতুয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। থাকেন নগরীর খুলশী থানা এলাকায়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়, কিশোরী নগরীর দেওয়ানহাট মোড়ের একটি গার্মেন্টেসে চাকরি করেন। গার্মেন্টেসে আসাযাওয়ার পথে আসামি আনোয়ারের সাথে পরিচয় হয়। পরিচয় সুবাধে সে কিশোরীকে বিয়ের প্রলোভনে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য প্রস্তাব দেন।

গত ১১ আগস্ট দুপুরে কিশোরীকে ফুসলিয়ে অটোরিকশা করে ডবলমুরিংয়ের সেগুন বাগান এলাকায় এক সেমিপাকা ঘরের বাসায় নিয়ে যান। সেখানে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করেন। পরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঐদিন রাত সাড়ে ১২টার সময় গ্রামের বাড়ি ভূজপুরে নিয়েযায়।

পরদিন সকালে আসামি ভিকটিমকে সাথে নিয়ে চট্টগ্রাম আদালতে নিয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে পুনরায় তার স্থায়ী ঠিকানার বাড়িতে নিয়ে যান। সেখানে নানা কৌশলে আটকে রাখেন দিনের পর দিন।

এ সময় কিশোরীর পরিবারের কারো সাথে তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরে গত ২৬ আগস্ট দুপুরে পরিবারের লোকজনের তৎপরতায় খুলশী থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেগুন বাগান গুলজার বাবুর ভাড়াঘর থেকে ভিকটিমকে উদ্ধার করে ডবলমুরিং মডেল থানায় নিয়ে যান।

পূর্ববর্তী নিবন্ধআজ নিউরোসার্জন ডা. এল এ কাদেরীর ৩য় মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধফটিকছড়ির ইউএনওর সাথে গাউসিয়া হক কমিটির মতবিনিময়