আরএনবি পূর্বাঞ্চলের চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:৪৩ পূর্বাহ্ণ

রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলামকে রাজশাহী বদলি করা হয়েছে। পূর্বাঞ্চলে তাঁর

স্থলাভিষিক্ত হয়েছেন রাজশাহীর চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম।

গতকাল মঙ্গলবার রেলওয়ে মহাপরিচালক কার্যালয়ের উপপরিচালক আবরার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এই ব্যাপারে রেল ভবনের এক শীর্ষ কর্মকর্তা আজাদীকে বলেন, পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলামকে রাজশাহী বদলি করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে তাকে রাজশাহীর চিফ কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে। আর রাজশাহীর চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলামকে পূর্বাঞ্চলের চিফ কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনবী দিবস আজ, বন্যার্তদের সহায়তায় চট্টগ্রাম দরবারে সীমিত আয়োজন
পরবর্তী নিবন্ধমেজবাহ বাদ, নতুন জনপ্রশাসন সচিব মোখলেসুর