পশ্চিমবঙ্গে বিজেপির বন্‌ধ-এ সংঘর্ষ, ধরপাকড়, গুলি

| বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:৩০ পূর্বাহ্ণ

কলকাতার আরজি কর হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিচার চেয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের রাজ্য সচিবালয় নবান্নে অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপি গতকাল বুধবার পশ্চিমবঙ্গজুড়ে বন্‌ধ (হরতাল) এর ডাক দিয়েছে। স্থানীয় সময় ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা ধরে পুরো পশ্চিমবঙ্গজুড়ে এই হরতাল পালন করা হয়েছে। খবর বিডিনিউজের।

বন্‌ধ সফল করতে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তায় নেমেছেন বিজিপির কর্মীরা। এরপর থেকে বিভিন্ন বিজেপির কর্মীদের সঙ্গে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংঘর্ষ হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীরা রাস্তা ও রেলপথ অবরোধ করে বন্‌ধ সফল করার চেষ্টা করছে। তাদের প্রচেষ্টা ভণ্ডুল করে দিতে পুলিশও তৎপর রয়েছে। কোচবিহারে বাস ভাঙচুরের পর দুই বিধায়কসহ অন্তত ৩০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পথে তৃণমূলক কর্মীরাও অবস্থান নেওয়ায় কোথাও কোথাও তাদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, কথা কাটাকাটি, হাতাহাতি থেকে শুরু করে সংঘর্ষের ঘটনা পর্যন্ত ঘটছে। চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে তৃণমূল কর্মীদের গুলিতে তাদের এক কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ বিজেপির। প্রতিবাদকারীরা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩১ বছর বয়সী এক শিক্ষানবিশ নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন।

পূর্ববর্তী নিবন্ধজাপানে ধেয়ে যাচ্ছে টাইফুন সানসান, জরুরি সতর্কতা
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসোতে জঙ্গি হামলা, শত শত মানুষ নিহত